Voters’ Day: ভোটার দিবসে ভোটাধিকার রক্ষার দাবিতে পথে তৃণমূল, ব্লকে ব্লকে মিছিল

| Edited By: জয়দীপ দাস

Jan 25, 2026 | 9:07 AM

Trinamool Congress: বাংলায় চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। পৌষ-মাঘে এসআইআর পর্ব চলার পর শুরু হবে ভোট ঘোষণা। সেই যুদ্ধ এবং তার প্রস্তুতির জন্য দলের এক লক্ষ পদাধিকারির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। সেখানই অভিষেকের সাফ কথা শীত ঘুম ভেঙে উঠুন, তাহলেই পঞ্চাশ বছরের ভোট ঠিক থাকবে।

এসআইআর পর্বে দলকে ফের ঝাঁকুনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। পৌষ-মাঘে এসআইআর পর্ব চলার পর শুরু হবে ভোট ঘোষণা। সেই যুদ্ধ এবং তার প্রস্তুতির জন্য দলের এক লক্ষ পদাধিকারির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। সেখানই অভিষেকের সাফ কথা শীত ঘুম ভেঙে উঠুন, তাহলেই পঞ্চাশ বছরের ভোট ঠিক থাকবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন, এসআইআর খুব বেশি হলে আর ২২ দিন চলবে। তার জন্য আগামী ২২ দিন সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে। এখন আত্মতুষ্টি নয়, যুদ্ধের সময়।