মালদহে TMC-র ‘গুলিতে’ আক্রান্ত তৃণমূলই

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 07, 2026 | 5:31 PM

গুলিবিদ্ধ তৃণমূল কর্মী জামালুদ্দিন সেখ আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। বন্দুকের বাঁট দিয়ে মারা হয় তাঁর ছেলে সামিম সেখ। ভাইপো সাদ্দাম সেখ। অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী বাবর আলী ও তাঁর ছেলে হেদায়েত।

আবার তৃণমূল কর্মীকে গুলি তৃণমূল কর্মীর। গত বছর ২ জানুয়ারি তৃণমূল নেতাকে প্রকাশ্যে গুলি করে খুনের অভিযোগ। নতুন বছরের শুরুতে তৃণমূলের গুলি তৃণমূলকে। ঘটনায় মালদহে কালিয়াচক থানার কাশিম নগর নীচুপাড়ার ঘটনা। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী জামালুদ্দিন সেখ আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন। বন্দুকের বাঁট দিয়ে মারা হয় তাঁর ছেলে সামিম সেখ। ভাইপো সাদ্দাম সেখ। অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী বাবর আলি ও তাঁর ছেলে হেদায়েত।