বীরভূমে আবার তৃণমূলের দাদাগিরি। RSS কর্মীকে ধরে হুমকি!

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 19, 2026 | 6:01 PM

ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেই যুবককে হাত জোড় করে বলতে বাধ্য করা হচ্ছে। ক্যামেরার অপরপ্রান্তে থাকা এক যুবককে বলতে শোনা যাচ্ছে, “আর জীবনে RSS-BJP পার্টি করবি?” তিনি হাতজোড় করে বলছেন, “আমি জীবনে আর RSS করব না, বিজেপি করব না।”

নাম রিন্টু পাল। তাঁকে ঘিরে রেখেছেন জনা পঁচেশেক। ঘিরে রেখে বলছেন, বিজেপি-RSS করলে ভবিষ্যতে ফল খারাপ হবে। বীরভূমের নানুরের এই ভিডিয়ো ঘিরে শোরগোল। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেই যুবককে হাত জোড় করে বলতে বাধ্য করা হচ্ছে। ক্যামেরার অপরপ্রান্তে থাকা এক যুবককে বলতে শোনা যাচ্ছে, “আর জীবনে RSS-BJP পার্টি করবি?” তিনি হাতজোড় করে বলছেন, “আমি জীবনে আর RSS করব না, বিজেপি করব না।”