Iran Unrest: ইরানের সঙ্গে বাণিজ্য করলেই মাশুল গুনতে হবে ট্রাম্পের শুল্ক হানার

| Edited By: Avra Chattopadhyay

Jan 13, 2026 | 10:56 PM

USA on Iran Unrest: ট্রাম্প বলেন, 'এই মুহূর্ত থেকে তাদের উপর ২৫ শতাংশের বাড়তি শুল্ক চাপাল মার্কিন যুক্তরাষ্ট্র। আমার এই সিদ্ধান্ত যথেষ্ট ভেবে নেওয়া। আর এটাকেই চূড়ান্ত করা হল।’ সুতরাং, বিশ্বের যে সকল দেশ ইরানের সঙ্গে ব্যবসা করবে, তাঁদের গুণতে হবে বাড়তি ২৫ শতাংশের শুল্ক। ট্রাম্পের ধারণা, এই ট্যারিফের ফলস্বরূপ বাড়বে ইরান বিমুখী ভাবনা।

বিশ্ব বাজারে ইরানকে কোণঠাসা করতে নয়া সমীকরণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সামরিক অভিযান নয়। তিনি হাতিয়ার করলেন বাণিজ্যকেই। ইরানের অভ্যন্তরে চলা বিক্ষোভ ও বদলের আহ্বানকে ইঙ্গিতেই সমর্থন জুগিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প।

এদিন ট্রাম্প নিজের সমাজমাধ্য়ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘যে সকল দেশগুলি ইরানের সঙ্গে ব্যবসা করছে। এই মুহূর্ত থেকে তাদের উপর ২৫ শতাংশের বাড়তি শুল্ক চাপাল মার্কিন যুক্তরাষ্ট্র। আমার এই সিদ্ধান্ত যথেষ্ট ভেবে নেওয়া। আর এটাকেই চূড়ান্ত করা হল।’ সুতরাং, বিশ্বের যে সকল দেশ ইরানের সঙ্গে ব্যবসা করবে, তাঁদের গুণতে হবে বাড়তি ২৫ শতাংশের শুল্ক। ট্রাম্পের ধারণা, এই ট্যারিফের ফলস্বরূপ বাড়বে ইরান বিমুখী ভাবনা।