Panchayat Election 2023 News Update: ভাইয়ে ভাইয়ে লড়াই!
এবার ভাইয়ে ভাইয়ে লড়াইয়ে সরগরম পঞ্চায়েত ভোট।একই গ্রামসভায় দুই ভাইয়ের লড়াই পান্ডুয়ায়।
এবার ভাইয়ে ভাইয়ে লড়াইয়ে সরগরম পঞ্চায়েত ভোট।একই গ্রামসভায় দুই ভাইয়ের লড়াই পান্ডুয়ায়। বাবা পঞ্চানন হাজরা আজীবন বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির তিন বারের সদস্য ছিলেন,মা আরতি সাধুখাঁ হাজরা প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন।তাদের দুই ছেলে এবার পঞ্চায়েত ভোটে লড়ছেন।
পান্ডুয়া ব্লকের ক্ষীরকুন্ডি নিয়ালা নামাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের ক্ষীরকুন্ডি গ্রামে দুই ভাই প্রার্থী হয়েছেন একে অপরের বিরুদ্ধে।দাদা সিপিআইএম, ভাই বিজেপির প্রার্থী। পান্ডুয়ায় দুই সহদরের লড়াই এখন চর্চায়।
বড় ছেলে বিজয়ানন্দ বাবার পথ অনুসরণ করে বামপন্থী মতে বিশ্বাসী।ছোটো ছেলে আনন্দ মোদি ভক্ত।তাই ভোট ময়দানে দুজনে দুজনের প্রতিদ্বন্দ্বী।দুই ভাই এর হাঁড়ি পৃথক হলেও মনের মিল আছে।তবে ভোটে একে অপরের বিরুদ্ধে জয়ী হতে চান।গ্রামের কাজ, মানুষের কাজ করতে চান।একশ দিনের কাজ বন্ধ,আবাসের ঘর অমিল,পানীয় জল, রাস্তা,গ্রামের মানুষের হাজার অসুবিধা দূর করতে চান দুজনেই। তাই ভোটে জিততে শুরু করেছেন প্রচার।রবিবার নিজেদের এলাকার বিভিন্ন এলাকা ঘুরে প্রচার করলেন,মানুষের বাড়ি বাড়ি গিয়ে। আর কটা দিন ভোটের বাকি,এখন নাওয়া খাওয়ার সময় নেই। বাড়ি বাড়ি ঘুরে দুবেলা কর্মিদের নিয়ে চলছে প্রচার।
দুই ভাই দু’দলে হলেও তাদের দ্বন্দ্ব নেই।নীতির লড়াই আছে।দুজনেই অবশ্য দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়তে ভোট চাইছেন।
বিজয়ানন্দ বলেন,ভাই বিজেপির প্রার্থী হয়েছে আমার কোনো অসুবিধা নেই।প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে।বাবার কাছে রাজনীতি শিখেছি।আমি বামপন্থী মতে বিশ্বাসী।তাই সিপিআইএমের প্রার্থী হয়েছি। মানুষকে বলছি দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়তে আমাকে ভোট দিন।
আনন্দ বলেন,আমি বিজেপির প্রার্থী হব প্রথমটায় বাড়িতে বলতে অসুবিধায় পড়েছিলাম,পরে বাবাকে বুঝিয়েছি।পরিবার আলাদা জায়গায়, রাজনীতি আলাদা জায়গায়।দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আমি বিজেপির পক্ষ নিয়েছি।।