Blast in Delhi: বিস্ফোরণস্থল থেকে ২ ধরণের নমুনা উদ্ধার
Delhi Blast: সূত্রের খবর, এখনও পর্যন্ত দুই ধরনের নমুনা পাওয়া গিয়েছে। একটি অ্যামোনিয়াম নাইট্রেট। তবে দ্বিতীয়টি এর থেকে মারাত্মক কিছুর বলে খবর। যাচাইয়ের পরই তা নিয়ে বিশদে জানা যাবে। বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার হয়েছে দুটি তাজা কার্তুজ। সেগুলি কোথা থেকে এল তা নিয়েও চাপানউতোর চলছে।
দিল্লির বিস্ফোরণে তোলপাড় দেশ। কোন ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা নিয়ে বাড়ছে চাপানউতোর। জোরকদমে চলছে তদন্ত। দফায় দফায় ফরেন্সিক টিম যাচ্ছে ঘটনাস্থলে। সূত্রের খবর, এখনও পর্যন্ত দুই ধরনের নমুনা পাওয়া গিয়েছে। একটি অ্যামোনিয়াম নাইট্রেট। তবে দ্বিতীয়টি এর থেকে মারাত্মক কিছুর বলে খবর। যাচাইয়ের পরই তা নিয়ে বিশদে জানা যাবে। বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার হয়েছে দুটি তাজা কার্তুজ। সেগুলি কোথা থেকে এল তা নিয়েও চাপানউতোর চলছে। কোনও পুলিশ কর্মীর থেকে সেগুলি পড়ে গিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।