Uganda Anti LGBTQ Law: সমকামীদের সঙ্গে সঙ্গম করলেই ফাঁসি!
বর্তমানে নতুন আইন আসছে ইয়োয়েরি মুসেভেনির মুখপাত্র। সমলিঙ্গে যৌন মিলন করলে হতে পারে ফাঁসি। সমলিঙ্গ সম্পর্ক আফ্রিকার বিভিন্ন দেশে বেআইনি। উগান্ডাতেও বেআইনি আছে সমলিঙ্গের সম্পর্ক। বিশেষ কিছু সময় এই সম্পর্ককের অপরাধের জন্য হতে পারে ফাঁসি। HIV রোগীর সঙ্গে যদি কোন মানুষ যৌন সম্পর্কে লিপ্ত হয়,তা অপরাধ।
বর্তমানে নতুন আইন আসছে ইয়োয়েরি মুসেভেনির মুখপাত্র। সমলিঙ্গে যৌন মিলন করলে হতে পারে ফাঁসি। সমলিঙ্গ সম্পর্ক আফ্রিকার বিভিন্ন দেশে বেআইনি। উগান্ডাতেও বেআইনি আছে সমলিঙ্গের সম্পর্ক। বিশেষ কিছু সময় এই সম্পর্ককের অপরাধের জন্য হতে পারে ফাঁসি। HIV রোগীর সঙ্গে যদি কোন মানুষ যৌন সম্পর্কে লিপ্ত হয়,তা অপরাধ। এই অপরাধের জন্য হতে পারে যাবজ্জীবন থেকে ফাঁসি। একটা সময় তোলপার হয়েছিল উগান্ডার রাজনীতি। দাবি করা হয়েছিল, আলাদা ভাবে দেখতে হবে মলিঙ্গ এবং LGBTQ- এর যৌন মিলনকে। বিলে সেটা থাকতে হবে। অনেকেই ভেবেছিলেন এই বিল পাস করা সম্ভব হবে কি না। এই মাসেই পাস হয় এই বিল। প্রেসিডেন্ট মুসেভেনি সই করে আইনে রূপান্তরিত করেন। এই বিল নিয়ে বিরোধিতা করেছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অনেকেই ভয় পাচ্ছেন এই গরিব দেশে এই আইন পাস করা নিয়ে। আমেরিকা হুঁশিয়ারি দেয় উগান্ডার শাসকদেরকে। উগান্ডার দেশের যৌন নির্যাতনের ঘটনা প্রায় রোজকার ঘটনা।