Blast in Delhi: উমারকে ছড়াও লালকেল্লার কাছে বেশ কয়েকবার একা একাই রেইকি করেছিল মুজাম্মিল। ফোনের ডেটা থেকেই পাওয়া যাচ্ছে এই তথ্য। ১০ তারিখের বিস্ফোরণ নাকি লালকেল্লাকে অন্য কোনও টার্গেট হিসাবে বেছে নিয়েছিল তাঁরা? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা।