PM Modi in Singur: সিঙ্গুরে যা বললেন কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, শুনুন

| Edited By: Avra Chattopadhyay

Jan 18, 2026 | 11:30 PM

PM Modi in Bengal News: সিঙ্গুরের সরকারি সভাস্থলে একগুচ্ছ মুখ। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী প্রশাসনিক ও রাজনৈতিক সভা ঘিরে দেখা গেল উচ্ছ্বাস। এদিন এই সভাস্থলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নৌপরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে বাংলার বিকাশ নিয়ে নিজের আত্মবিশ্বাসকে তুলে ধরেন তিনি।

সিঙ্গুরের সরকারি সভাস্থলে একগুচ্ছ মুখ। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী প্রশাসনিক ও রাজনৈতিক সভা ঘিরে দেখা গেল উচ্ছ্বাস। এদিন এই সভাস্থলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নৌপরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে বাংলার বিকাশ নিয়ে নিজের আত্মবিশ্বাসকে তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, রবিবার বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ রাজ্যে এসে ভোটের আগে মোট ৮৩০ কোটি টাকা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। কেন্দ্রীয় নৌপরিবহন ও জলপথ মন্ত্রীর কথায়, ‘বাংলার বিকাশে কেন্দ্র কখনওই পিছপা হয়নি। গত ১১ বছর ধরে বাংলার রাজ্যে সরকারের বিরোধিতা, অসহযোগিতা এবং প্রতিরোধকে উপেক্ষা করেই পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থরক্ষা, তাঁদের বিকাশের কাজে নিজেকে মগ্ন করেছেন প্রধানমন্ত্রী।’