World Environment Day: গাছ উপড়ে পরিবেশ সচেতনতা!

World Environment Day: গাছ উপড়ে পরিবেশ সচেতনতা!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 05, 2023 | 10:26 PM

গাছের গায়ে ক্ষত চিহ্ন। দগদগে ঘা। ডালপালা ছাঁটা। গাছ আনা হয়েছে অন্য জায়গা থেকে। ঝড়ে পড়ে যাওয়া গাছ? কী বলছেন উদ্যোক্তারা?আমরা পুরসভার অভিজ্ঞ মানুষের কাছে গেলাম যিনি একসময় এরকম বিশাল লম্বা বৃক্ষ বসিয়েছিলেন। পুরসভার তৎকালীন মেয়র পরিষদ দেবাশিস কুমার বলেন ঝড়ে পড়ে যাওয়া গাছও আমরা বসিয়েছি।

টালা প্রত্যয়। কলকাতার পুজোর বড় নাম। শাসক দলের অনেকেই যুক্ত আছেন। তাঁরা এবার অভিনব কায়দায় বৃক্ষরোপন করে পুজোর সূচনা করলেন। লাল পাড় সাদা শাড়ি পরে মহিলারা গাছে জল দেওয়ার পোজ দিলেন। সবাই তারিফ করলেন। গাছের গায়ে ক্ষত চিহ্ন। দগদগে ঘা। ডালপালা ছাঁটা। গাছ আনা হয়েছে অন্য জায়গা থেকে। ঝড়ে পড়ে যাওয়া গাছ? কী বলছেন উদ্যোক্তারা?আমরা পুরসভার অভিজ্ঞ মানুষের কাছে গেলাম যিনি একসময় এরকম বিশাল লম্বা বৃক্ষ বসিয়েছিলেন। পুরসভার তৎকালীন মেয়র পরিষদ দেবাশিস কুমার বলেন ঝড়ে পড়ে যাওয়া গাছও আমরা বসিয়েছি। সঠিক রক্ষণাবেক্ষনের দরকার রয়েছে। তবে সত্যিই এই বৃক্ষরোপণ সমর্থনযোগ্য কিনা পরিবেশকে রক্ষা করার জন্য কিনা সে কথা সময়ই বলবে।