Currency of Asian Countries: মুদ্রার ‘উত্থানে’ নেতৃত্ব দিচ্ছে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোই!
US Dollar: জার্মানির এই ফলাফলের ধাক্কায় কিছুটা হলেও পিছিয়ে গিয়েছে আমেরিকান মুদ্রা ডলার। আর ডলার ধাক্কা খাওয়ায় কিছুটা হলেও দর বেড়েছে এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রার।
জার্মানির নির্বাচনের আঁচ এসে লেগেছে এশিয়াতেও। জার্মানির এই ফলাফলের ধাক্কায় কিছুটা হলেও পিছিয়ে গিয়েছে আমেরিকান মুদ্রা ডলার। আর ডলার ধাক্কা খাওয়ায় কিছুটা হলেও দর বেড়েছে এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রার। এর মধ্যে রয়েছে জাপানের ইয়ান, কোরিয়ার ওয়ান, চিনের ইউয়ান। এ ছাড়াও নানান উন্নয়নশীল দেশের মূদ্রাও খানিকটা এগিয়েছে ডলারের তুলনায়। মায়েশিয়ার রিঙ্গিট বেড়েছে ০.৫ শতাংশ। এ ছাড়াও বেড়েছে পোল্যান্ডের জলোটি ও রোমানিয়ার লিউ।
জার্মানিতে শাসক দলের পরাজয় সে দেশের অর্থনীতিতে কিছুটা ধাক্কা দিয়েছে। একই সঙ্গে যোগ হয়েছে জার্মানির ক্রমগত মুদ্রাস্ফীতি। যা আশা করা হয়েছিল তার তুলনায় সে দেশের কাস্টমার প্রাইস ইনডেক্স কমেছে অনেকখানি। আর এসবের জেরে ধাক্কা খেয়েছে ইউএস ডলারও।