মাদুরোকে অপহরণেই থামছেন না, ভেনেজ়ুয়েলা নিয়ে আরও বড় প্ল্যান ট্রাম্পের?
US-Venezuela: ২০১৮ সাল থেকে রড্রিগেজ় ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন। ভেনেজ়ুয়েলার অর্থনীতি তেল নির্ভর। এই তেল মন্ত্রকও ডেলসির হাতে রয়েছে। মাদুরো-কে অপহরণ করার পর সুপ্রিম কোর্ট তাঁকেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছে।
মাদুরোকে অপহরণ করেছেন। তাতেও থামছেন না মার্কিন প্রেসিডেন্ট। এবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ়কেও হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, যদি সব ঠিক কাজ না করেন, তাহলে আরও বড় মূল্য চোকাতে হবে। ২০১৮ সাল থেকে রড্রিগেজ় ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন। ভেনেজ়ুয়েলার অর্থনীতি তেল নির্ভর। এই তেল মন্ত্রকও ডেলসির হাতে রয়েছে। মাদুরো-কে অপহরণ করার পর সুপ্রিম কোর্ট তাঁকেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছে। এদিকে, ট্রাম্প ভেনেজ়ুয়েলা নিয়ে হুমকি দেওয়া থামাচ্ছেন না। অ্যাটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “যদি ওঁ (ডেলসি রড্রিগেজ়) সঠিক কাজ না করেন, তাহলে অনেক বড় মূল্য চোকাতে হবে, হয়তো মাদুরোর থেকেও বড় মূল্য চোকাতে হবে।”