Vedanta Stock: ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি আয় এই শেয়ারে
এই মুহূর্তে ফিক্সড ডিপোজিটে ৯.৫% সুদ পাওয়া যাচ্ছে। সর্বোচ্চ এই সুদের হার। খনিজ সম্পদ উত্তোলনকারী বেদান্তা। বেদান্তার ডিভিডেন্ড ইল্ড ৪৫.৩৬%। এই শেয়ার ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ৩ বার অন্তর্বতীকালীন ডিভিডেন্ট দিয়েছে। ডিভিডেন্টের মূল্য ৫১.৫০ টাকা । ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি আয় এই শেয়ারে। অতীতেও উচ্চ ডিভিডেন্ড দিয়েছে বেদান্তা।
এই মুহূর্তে ফিক্সড ডিপোজিটে ৯.৫% সুদ পাওয়া যাচ্ছে। সর্বোচ্চ এই সুদের হার। খনিজ সম্পদ উত্তোলনকারী বেদান্তা। বেদান্তার ডিভিডেন্ড ইল্ড ৪৫.৩৬%। এই শেয়ার ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ৩ বার অন্তর্বতীকালীন ডিভিডেন্ট দিয়েছে। ডিভিডেন্টের মূল্য ৫১.৫০ টাকা । ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি আয় এই শেয়ারে। অতীতেও উচ্চ ডিভিডেন্ড দিয়েছে বেদান্তা।
২০১৭ থেকে এই প্রবণতা দেখা গেছে। কখনও শেয়ার পিছু ১৭টাকা কখনও ৩১ টাকা ডিভিডেন্ড দিয়েছে বেদান্তা। ২০২২ এর তুলনায় ১,০০০ কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে বেদান্তা। ২০২২ এ বেদান্তার লাভ হয় ২৩৭০৯ কোটি টাকা। ২০২৩ এ এখনও ১৪৫০৬ কোটি টাকা লাভ করেছে বেদান্তা। বেদান্তার অংশীদারিত্বে ৬৩.৭১ % শেয়ার প্রোমোটার প্লেজিংএ। পাবলিক অংশীদারিত্ব ১৭.৭৪ % । গত ত্রৈমাসিকে পাবলিক অংশীদারিত্ব ছিল ১৪.২৯ % ।
Latest Videos