Primary Teacher Recruitment: প্রাথমিকের ৩২ হাজার চাকরি থাকবে না বাতিল হবে?
32,000 Primary Job Case: দুপুর দু’টোয় হবে রায় দেবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নিয়োগে দুর্নীতির অভিযোগে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজৎ গঙ্গোপাধ্যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। সিঙ্গের বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
কলকাতা: আর কিছুক্ষণের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। দুপুর দু’টোয় হবে রায় দেবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নিয়োগে দুর্নীতির অভিযোগে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজৎ গঙ্গোপাধ্যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। সিঙ্গের বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জল গড়ায় সুপ্রিম কোর্টে। তারপর ফের তা আসে কলকাতা হাইকোর্টেই। অবশেষে এদিনই হতে চলেছে সেই মামলার রায় দান।