Share Price Drop of Whirlpool Of India: ১১ দিকে ৩৭ শতাংশ পড়ল আপনার বাড়ির ফ্রিজের কোম্পানির শেয়ারের দাম!
Share Price Fall: ২৯ জানুয়ারি থেকে আজকের মধ্যে প্রায় ৩৭ শতাংশ পড়েছে ওয়ার্লপুল অফ ইন্ডিয়ার শেয়ারের দাম। আজকেও ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁয়েছে এই সংস্থা।
আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলল একাধিক সংস্থা। ২৯ জানুয়ারি থেকে আজকের মধ্যে প্রায় ৩৭ শতাংশ পড়েছে ওয়ার্লপুল অফ ইন্ডিয়ার শেয়ারের দাম। আজকেও ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁয়েছে এই সংস্থা। ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে ডেলিভারি, এলআইসি, ডিএলএফ, স্টার হেলথ, পাওয়ার গ্রিড কর্পোরেশন, হিরো মোটো কর্প, এশিয়ান পেন্টস, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, জেকে টায়ার, কোল ইন্ডিয়া, টাটা মোটরস, ইন্ডিয়ান অয়েল, ইজ মাই ট্রিপ, কনকর, ব্যাঙ্ক অফ বরোদা সহ একাধিক সংস্থা।
আজ একাধিক শেয়ারের দামে পতনের মধ্যে আজ আপার সার্কিট হিট করল ইন্দো কাউন্ট ইন্ডাস্ট্রিজ। এ ছাড়াও বেড়েছে বেডমুথা ইন্ডাস্ট্রিজ, পার্ল গ্লোবাল, শ্রী রামা নিউজ প্রিন্ট ও গারওয়ার হাইটেক ফিল্মস।
আজ লোয়ার সার্কিট হিট করেছে সিকো ইন্ডাস্ট্রিজ। ২০ শতাংশ পড়েছে সংস্থার শেয়ারের দাম। এ ছাড়াও আজ পড়েছে ডিবি কর্প, জেনেরিক ইঞ্জিনিয়ারিং, জেনসোল ইঞ্জিনিয়ারিং ও প্রিন্স পাইপস অ্যান্ড ফিটিংস লিমিটেডের শেয়ারের দাম।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

ভারতের শেয়ার বাজারের এখন কী অবস্থা, আরও কি পড়বে বাজার?

গতকালের বিরাট খবরের ধাক্কায় একটুও বাড়ল না এয়ারটেল, বাড়ল ইন্ডাসইন্ড

পড়েছে টেসলা, পড়ল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কী আভাস দিচ্ছে বাজার?

বিনিয়োগের সময় হতে হবে রাহুল দ্রাবিড়, পিচে পড়ে থাকতে হবে মাটি কামড়ে!
