Share Market Fall: একসঙ্গে ৬ সংস্থা হিট করল ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর!
52 Week Low: আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে হিরো মোটোকর্প, এলআইসি, জেএসডব্লিউ এনার্জি, বরুণ বেভারেজেস, ইরকন ইন্টারন্যাশনাল, রাইটসের মতো সংস্থা।
আজ একসঙ্গে ৬টি সংস্থা লোয়ার সার্কিট হিট করেছে। যার মধ্যে রয়েছে বাঙালির পছন্দের সোনার গয়না প্রস্তুতিকারী সংস্থা সেনকো গোল্ড। এ ছাড়াও আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে হিরো মোটোকর্প, এলআইসি, জেএসডব্লিউ এনার্জি, বরুণ বেভারেজেস, ইরকন ইন্টারন্যাশনাল, রাইটসের মতো সংস্থা।
এই ৬ সংস্থাই পড়েছে ২০ শতাংশ করে। যদিও আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে এসবিআই কার্ডস। তৃতীয় ত্রৈমাসিকে ভাল ফলাফলের পর আজই আপার সার্কিট হিট করেছে তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক সংস্থা গডফ্রে ফিলিপস।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।