Bangladesh News: ‘বাংলাদেশে ব্যবসার পরিবেশের উন্নতি হয়নি’, বাড়ছে না নতুন বিনিয়োগও!
Bangladesh Share Market: হাসিনের দেশত্যাগের পর থেকেই ক্রমাগতই পড়েছে সে দেশের বাজার। এখনও ঘুরে দাঁড়ানোর মতো কোনও আশার আলো দেখাতে পারছে না দেশের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী।
চলতি বছরে বাংলাদেশের বাজারে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। অগস্ট মাসে দেশ ত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই ক্রমাগতই পড়েছে সে দেশের বাজার। এখনও ঘুরে দাঁড়ানোর মতো কোনও আশার আলো দেখাতে পারছে না দেশের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী।
নতুন বিনিয়োগও যে বাড়ছে না সে দেশে তা স্পষ্ট করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রণালয়ের একটি প্রতিবেদন। সেখানে বলা হচ্ছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে প্রতি বছর ১৫০ কোটি ডলারের মতো বিদেশি বিনিয়োগ আসে বাংলাদেশে। যদিও তথ্য বলছে এর মধ্যে নতুন বিনিয়োগের পরিমাণ মাত্র ৬৬ কোটি ডলার।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

ভারতের শেয়ার বাজারের এখন কী অবস্থা, আরও কি পড়বে বাজার?

গতকালের বিরাট খবরের ধাক্কায় একটুও বাড়ল না এয়ারটেল, বাড়ল ইন্ডাসইন্ড

পড়েছে টেসলা, পড়ল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কী আভাস দিচ্ছে বাজার?

বিনিয়োগের সময় হতে হবে রাহুল দ্রাবিড়, পিচে পড়ে থাকতে হবে মাটি কামড়ে!
