Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Defence Stocks Hit Lower Circuit: বাজারে 'সবুজ সংকেত', তাও লোয়ার সার্কিট হিট করল এই ডিফেন্স স্টক!

Defence Stocks Hit Lower Circuit: বাজারে ‘সবুজ সংকেত’, তাও লোয়ার সার্কিট হিট করল এই ডিফেন্স স্টক!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Feb 17, 2025 | 9:36 PM

আজ পজিটিভ রেজাল্ট দেখা গেলেও আজ লোয়ার সার্কিট হিট করেছে একসঙ্গে ৬টি সংস্থা। এর মধ্যে রয়েছে ডিফেন্স সেক্টরের অন্যতম উল্লেখযোগ্য সংস্থাও। অন্যদিকে একাধিক সংস্থা আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে। এর মধ্যে গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, মান্যবর, পিভিআর আইনক্স, টাটা টেক, বরুণ বেভারেজেস, নাটকো ফার্মা, এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, টিটাগড় রেলসিস্টেমস, বন্ধন ব্যাঙ্ক, কাজারিয়া সেরামিকস, আইআরসিটিসি, টাটা […]

আজ পজিটিভ রেজাল্ট দেখা গেলেও আজ লোয়ার সার্কিট হিট করেছে একসঙ্গে ৬টি সংস্থা। এর মধ্যে রয়েছে ডিফেন্স সেক্টরের অন্যতম উল্লেখযোগ্য সংস্থাও।

অন্যদিকে একাধিক সংস্থা আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে। এর মধ্যে গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, মান্যবর, পিভিআর আইনক্স, টাটা টেক, বরুণ বেভারেজেস, নাটকো ফার্মা, এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, টিটাগড় রেলসিস্টেমস, বন্ধন ব্যাঙ্ক, কাজারিয়া সেরামিকস, আইআরসিটিসি, টাটা ইনভেস্টমেন্টস, টাটা টেলিসার্ভিস, বিইএমএল, ওয়ার্লপুল ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ডেলিভারি, জিও ফিন সার্ভ, ইরকন ইন্টারন্যাশনাল উল্লেখযোগ্য।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।