Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Crisis: '৭৮,২৭,৩৮,৫৫,০০০' টাকা ধার, বাংলাদেশের 'দীপ জ্বালবে' আদানি?

Bangladesh Crisis: ‘৭৮,২৭,৩৮,৫৫,০০০’ টাকা ধার, বাংলাদেশের ‘দীপ জ্বালবে’ আদানি?

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Feb 13, 2025 | 8:04 PM

Adani Power: আদানির একটি সূত্রের খবর, ডিসেম্বরের হিসাব অনুযায়ী বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে আদানির প্রায় ৯০০ মিলিয়ন ডলার বা ৭ হাজার ৮২৭ কোটি টাকা প্রাপ্য ছিল।

আদানির একটি সূত্রের খবর, ডিসেম্বরের হিসাব অনুযায়ী বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে আদানির প্রায় ৯০০ মিলিয়ন ডলার বা ৭ হাজার ৮২৭ কোটি টাকা প্রাপ্য ছিল। অন্য দিকে, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম বলছেন ৯০০ মিলিয়ন ডলার নয়, এই পাওনার অঙ্কটা ৬৫০ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, বাংলাদেশও এর পর আদানিকে জানিয়েছে এই অর্ধেক বিদ্যুৎ সরবরাহ জারি রাখতে। বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড জানিয়েছে এই ঋণ শোধ করার জন্য তারা আদানি পাওয়ারকে মাসিক ৮৫ মিলিয়ন ডলার করে দিচ্ছে।