Nifty, Sensex Falling: ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধ’ থেকে RBI-এর নীতি, যে যে কারণে পড়ছে ভারতের বাজার
Share Market Crash: বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান যারা ভারতে বিনিয়োগ করেছে তারাও ভারতের বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অক্টোবর থেকে ক্রমাগত তাদের হাতে থাকে শেয়ার বিক্রি করে দিচ্ছে তারা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর থেকেই তা প্রভাবিত করছিল শেয়ার বাজারকে। আর এরই মধ্যে ১০ ফেব্রুয়ারি সোমবার শোনা যায়, আমেরিকায় আমদানিকৃত স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর ২৫ শতাংশ হারে শুল্ক বসানোর কথা ঘোষণা করতে পারেন তিনি।
ইস্পাতের উপর এই শুল্কের খবরের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে সব দেশ আমেরিকা থেকে আমদানিকৃত জিনিসের উপর শুল্ক বসায় তিনি সেই সব দেশ থেকে আমদানিকৃত জিনিসের উপরও শুল্ক বসাবেন।
এরই মধ্যে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান যারা ভারতে বিনিয়োগ করেছে তারাও ভারতের বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অক্টোবর থেকে ক্রমাগত তাদের হাতে থাকে শেয়ার বিক্রি করে দিচ্ছে তারা। ফেব্রুয়ারির ১ থেকে ৭ তারিখের মধ্যেই শুধুমাত্র ১০ হাজার ১৭৯ কোটি টাকার বিনিয়োগ বিক্রি করে দিয়েছে তারা। আর এই সব কারণেই পড়ছে ভারতের শেয়ার বাজার।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

ভারতের শেয়ার বাজারের এখন কী অবস্থা, আরও কি পড়বে বাজার?

গতকালের বিরাট খবরের ধাক্কায় একটুও বাড়ল না এয়ারটেল, বাড়ল ইন্ডাসইন্ড

পড়েছে টেসলা, পড়ল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কী আভাস দিচ্ছে বাজার?

বিনিয়োগের সময় হতে হবে রাহুল দ্রাবিড়, পিচে পড়ে থাকতে হবে মাটি কামড়ে!
