Indian Share Market, Kotak Mahindra Bank: পতনের মধ্যেও ভাল খবর দিল কোটাক ব্যাঙ্ক, টানা উঠছে মাহিন্দ্রার এই সংস্থা!
Kotak Bank: গত ১ মাসে ১২.৩০ শতাংশ উঠেছে কোটাক ব্যাঙ্কের শেয়ার।গত ১৮ জানুয়ারি ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে সংস্থার। আর সেখানে দেখা গিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে রেভেনিউ, প্রফিট ও নেট ওয়ার্থ সবই বেড়েছে সংস্থার।
আজ দিনের শেষে ১৩ পয়েন্ট পড়ে ২৩,০৩১ পয়েন্টে দাঁড়িয়েছে নিফটি ৫০। যদিও এই রক্তাক্ত সময়েও কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক পজিটিভ গ্রোথ দেখিয়েছে। গত ১ মাসে ১২.৩০ শতাংশ উঠেছে কোটাক ব্যাঙ্কের শেয়ার।গত ১৮ জানুয়ারি ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে সংস্থার। আর সেখানে দেখা গিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে রেভেনিউ, প্রফিট ও নেট ওয়ার্থ সবই বেড়েছে সংস্থার।
অন্যদিকে, গতকালের পর আজও লোয়ার সার্কিট হিট করেছে সিকো ইন্ডাস্ট্রিজ। এ ছাড়াও লোয়ার সার্কিট হিট করেছে নাটকো ফার্মা। অ্যালবার্ট ডেভিড, অর্কিড ফার্মা, বেডমুথা ইন্ডাস্ট্রিজের শেয়ারেও পতন দেখা গিয়েছে।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

ভারতের শেয়ার বাজারের এখন কী অবস্থা, আরও কি পড়বে বাজার?

গতকালের বিরাট খবরের ধাক্কায় একটুও বাড়ল না এয়ারটেল, বাড়ল ইন্ডাসইন্ড

পড়েছে টেসলা, পড়ল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কী আভাস দিচ্ছে বাজার?

বিনিয়োগের সময় হতে হবে রাহুল দ্রাবিড়, পিচে পড়ে থাকতে হবে মাটি কামড়ে!
