Mutual Funds, Valentine’s Day: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, বান্ধবীকে উপহার দিন এই ভালবাসার দিনে…
Valentine’s Day: যে কোনও রকম বিনিয়োগেই একটা আর্থিক লাভ থাকে। এ ছাড়াও জীবনের আগামীতে আপনিই যে আপনার সঙ্গীর ভরসার কাঁধ, সেটাও প্রমাণ হয়ে যাবে আপনার এই দূরদৃষ্টিতে।
ভালবাসার দিনে ভালবাসার মানুষকে উপহার দেওয়া অনেক কিছু রয়েছে। কিন্তু ১৪ ফেব্রুয়ারি ভালবাসার মানুষের জন্য একটা ফিক্সড ডিপোজিট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), মিউচুয়াল ফান্ডে এসআইপি বা শেয়ারে বিনিয়োগ শুরু করে দিতেই পারেন। আর আজকাল, ইন্টারনেটের যুগে খুব দ্রুত যে কোনও বিনিয়োগ করা যেতে পারে। সেই বিনিয়োগ আপনি করতে পারেন আপনার কাছের মানুষটির জন্য।
যে কোনও রকম বিনিয়োগেই একটা আর্থিক লাভ থাকে। আজ বিনিয়োগ শুরু করলে ১৫ বা ২০ বছরে পর যখন সেই বিনিয়োগ আপনি বা আপনার ভালবাসার মানুষ বিক্রি করবেন তখন অনেক রিটার্ন পাবেন আপনি।
এ ছাড়াও আরও একটা লাভ হবে আপনার। জীবনের আগামীতে আপনিই যে আপনার সঙ্গীর ভরসার কাঁধ, সেটাও প্রমাণ হয়ে যাবে আপনার এই দূরদৃষ্টিতে। এতে আপনার সম্পর্ক আরও শক্তপোক্ত, দীর্ঘস্থায়ী হবে। আর সেই লাভের গুড় খাবেন আপনিই।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

ভারতের শেয়ার বাজারের এখন কী অবস্থা, আরও কি পড়বে বাজার?

গতকালের বিরাট খবরের ধাক্কায় একটুও বাড়ল না এয়ারটেল, বাড়ল ইন্ডাসইন্ড

পড়েছে টেসলা, পড়ল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কী আভাস দিচ্ছে বাজার?

বিনিয়োগের সময় হতে হবে রাহুল দ্রাবিড়, পিচে পড়ে থাকতে হবে মাটি কামড়ে!
