Salary Spent on Online Game: অনলাইন গেম থেকে ঋণের ইএমআই, যে খাতে খরচ হয় মানুষের আয়ের বেশিরভাগ টাকা!
Loan EMI: রিপোর্ট বলছে, যে সব মানুষের বেতন তুলনামূলক ভাবে কম, তাঁদের আয়ের বেশিরভাগ অংশই ব্যায় করে মৌলক চাহিদা পূরণে ও ঋণ মেটাতে। অন্যদিকে, উচ্চ বেতনভোগীদের খরচের ধরণ দেখে এটা বোঝা যায় যে তাঁদের মধ্যে অনেকেরই বিরাট বিরাট ঋণ রয়েছে।
একটি সমীক্ষায় দেখা হয়েছে দেশের মহানগর থেকে দেশের তৃতীয় টায়ারের শহরের মোট ৩০ লক্ষ মানুষ কীভাবে কোথায় কত টাকা খরচ করেন তা দেখা হয়েছে। যে সব মানুষে মাসিক বেতন ২০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকার মধ্যে, তাদের এই সমীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।
PwC ও Perfoes-এর রিপোর্ট বলছে, এই রেঞ্জের মধ্যে যাঁরা উপরের দিকে বা মাঝামাঝি রয়েছেন, তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষ আয়ের অনেকটা অংশই ঋণের ইএমআই পরিশোধে ব্যয় করেন। এর মধ্যে রয়েছে বাড়ির জন্য ঋণ, গাড়ির জন্য ঋণ বা পার্সোনাল লোন।
রিপোর্ট বলছে, যে সব মানুষের বেতন তুলনামূলক ভাবে কম, তাঁদের আয়ের বেশিরভাগ অংশই ব্যায় করে মৌলক চাহিদা পূরণে ও ঋণ মেটাতে। অন্যদিকে, উচ্চ বেতনভোগীদের খরচের ধরণ দেখে এটা বোঝা যায় যে তাঁদের মধ্যে অনেকেরই বিরাট বিরাট ঋণ রয়েছে।