KPI Green Energy: লাভ বেড়েছে ৬৭ শতাংশ, তারপরই আপার সার্কিট হিট করল সৌরবিদ্যুৎ উৎপাদনকারী এই সংস্থা
KPI Green Energy: অন্তর্বর্তী ডিভিডেন্ডের কথা ঘোষণা করেছে কেপিআই গ্রিন এনার্জি। তার ঠিক আগেই তৃতীয় ত্রৈমাসিকে প্রায় ৬৭ শতাংশ প্রফিট বেড়েছে এই সংস্থার।
তৃতীয় ত্রৈমাসিকে প্রফিট প্রায় ৬৭ শতাংশ বাড়ার পর আজ আপার সার্কিট হিট করেছে কেপিআই গ্রিন এনার্জির শেয়ারের দাম। তারপরই অন্তর্বর্তী ডিভিডেন্ডের কথা ঘোষণা করেছে সংস্থা। এ ছাড়াও আজ সর্বোচ্চ ১০৭.৭৬ শতাংশ বেড়েছে রামা ফসফেটসের শেয়ারের দাম। এ ছাড়াও বেড়েছে গডফ্রে ফিলিপস, শাহ অ্যালয়, ভারতী হেক্সাকম ও এসএএল স্টিলের শেয়ারের দাম।
আজ লোয়ার সার্কিট হিট করল ক্যারারো ইন্ডিয়া। এ ছাড়াও পড়েছে এনসিসি, মনোজ বৈভব জেমস অ্যান্ড জুয়েলার্স, সোনাটা সফটওয়্যার, গারওয়্যার হাই-টেক ফিল্মসের শেয়ারের দাম।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার

