Small Cap Index Fall: দু’দিন পর পড়ল স্মল ক্যাপ সূচক, কাঁদিয়ে ছাড়ল একাধিক সংস্থাকে!
Small Cap Index: আজ ১১৭ পয়েন্ট পড়েছে নিফটি ৫০ আর ৪২৪ পয়েন্ট পড়েছে বিএসই সেনসেক্স। পরপর দু'দিন বাড়লেও আজ পড়েছে স্মলক্যাপ সূচকও।
আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলল নারায়ণা হৃদয়ালয়। অন্যদিকে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলল সেরা স্যানিটারিওয়্যার, ইন্ডিয়ামার্ট ইন্টারমেস। সানোফি ইন্ডিয়া, স্টার হেলথ, টাটা কমিউনিকেশন, ভিআইপি ইন্ডাস্ট্রিজ, কির্লোস্কার অয়েল ইঞ্জিনস, নাটকো ফার্মা, কাজারিয়া সেরামিক্স উল্লেখযোগ্য।
আজ পড়ল ভারতের দুই বেঞ্চমার্ক সূচক। ১১৭ পয়েন্ট পড়েছে নিফটি ৫০ আর ৪২৪ পয়েন্ট পড়েছে বিএসই সেনসেক্স। পরপর দু’দিন বাড়লেও আজ পড়েছে স্মলক্যাপ সূচকও। ভারতের বাজার হুড়মুড়িয়ে পড়লে আজ চড়চড়িয়ে বেড়েছে চিনা সূচক ৩.৯৯ শতাংশ বেড়েছে চিনা সূচক হ্যাংসেং।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।