IPL 2025, LSG: বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
Magic Spinner: মুম্বই ইন্ডিয়ান্সের নতুন আবিষ্কার বছর ২৪-এর বিগ্নেশ পুথুর যেমন আইপিএলে হইচই ফেলেছেন। তাঁর পাশাপাশি আলোচনা শুরু হয়েছে লখনউ সুপার জায়ান্টসের লেগ স্পিনার দিগ্বেশ সিংকে নিয়ে।
আইপিএলের মঞ্চ প্রচুর তারকার জন্ম দেয়। যে নবাগতরা ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে পা রাখেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তাঁদের যেন লালন-পালন করে। সেই যে একবার বীজ বোনা হয়, টুর্নামেন্ট চলাকালীন তা ধীরে ধীরে চারাগাছে পরিণত হয়। ১৮তম আইপিএল পরতে পরতে চমক দেখাচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সের নতুন আবিষ্কার বছর ২৪-এর বিগ্নেশ পুথুর যেমন আইপিএলে হইচই ফেলেছেন। তাঁর পাশাপাশি আলোচনা শুরু হয়েছে লখনউ সুপার জায়ান্টসের লেগ স্পিনার দিগ্বেশ সিংকে নিয়ে। দিল্লির সঙ্গে বিশেষ যোগ রয়েছে দিগ্বেশের। আইপিএলে অভিষেক হয়েছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। কে এই লখনউয়ের নতুন প্রতিভা?