TMC Inner Clash: মধ্যরাতে থানায় ছুটে গেলেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়
Behala Clash News: মধ্যরাতে ঝামেলা মেটাতে ছুটে আসতে হল খোদ বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে। সোমবার সন্ধ্যা থেকে সরস্বতী পুজো নিয়ে নানা আলোচনা চলছিল বেহালা কলেজের ছাত্রদলের মধ্য়ে। কিন্তু সেই আলোচনাই পরিণত হয় সংঘাতে। প্রথমে বচস, পরে হাতাহাতি, রণক্ষেত্র পরিস্থিতি।
কলকাতা: সরস্বতী পুজোকে কেন্দ্র করে এমন ঝামেলা, তুঙ্গে পারদ। মধ্যরাতে ঝামেলা মেটাতে ছুটে আসতে হল খোদ বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে। সোমবার সন্ধ্যা থেকে সরস্বতী পুজো নিয়ে নানা আলোচনা চলছিল বেহালা কলেজের ছাত্রদলের মধ্য়ে। কিন্তু সেই আলোচনাই পরিণত হয় সংঘাতে। প্রথমে বচস, পরে হাতাহাতি, রণক্ষেত্র পরিস্থিতি।
এদিন রত্না চট্টোপাধ্যায় বলেন, ‘১৩১ নং ওয়ার্ডে ঝামেলা হয়, তা আজ অবধি কেউ শোনেনি। কিন্তু সরস্বতী পুজো নিয়ে একটা বিবাদ তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু সন্ধ্য়ায় সবটাই মিটিয়ে দেওয়া হয়।’ তবে এরপরেও বিবাদ যে থেমেছে এমনটা নয়। রাতের ফের সংঘাত। যাতে আবার গুরুতরভাবে জখম হয় দু’জন।