Viral Video: ভাইরাল ভিডিয়োয় দেখা গেল, স্কুটারের ভিতর থেকে উঁকি মারছে একটি সাপ

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 24, 2023 | 4:21 PM

Viral Video Of A Snake: একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গেল, স্কুটারের ভিতর থেকে উঁকি মারছে একটি সাপ। আর সেই সাপটিকে বের করার চেষ্টা করছেন এক ব্যক্তি। পরে বোঝা গেল, তিনিই এই স্কুটারের চালক।

একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গেল, স্কুটারের ভিতর থেকে উঁকি মারছে একটি সাপ। আর সেই সাপটিকে বের করার চেষ্টা করছেন এক ব্যক্তি। পরে বোঝা গেল, তিনিই এই স্কুটারের চালক। সাধারণত সাপ উদ্ধারকারীরা সাপ উদ্ধারের জন্য লাঠি ব্যবহার করে থাকেন। কিন্তু এই ভয়ডরহীন স্কুটার চালক একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে সাপটিকে অনায়াসে বের করলেন। কোবরাটি ওই স্কুটারের নোজ়ে কুণ্ডলী পাকিয়ে আটকে গিয়েছিল। খুব সাবধানেই স্কুটার-চালক সেটিকে স্পর্শ করলেন। প্রথমে হাত দিয়ে ধরার চেষ্টা করলে ব্যর্থ হন। তারপরই সেটিকে বের করতে স্ক্রু ড্রাইভার নিলেন তিনি। এই স্ক্রু ড্রাইভার দিয়েই তিনি স্কুটারের নোজ়টি খোলেন। সেই যন্ত্রই এবার কাজে লেগে গেল কিং কোবরা বের করতে। কোবরার লেজে যেই স্পর্শ করলেন,সঙ্গে সঙ্গে তা স্কুটারের আরও ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে। শেষমেশ অক্ষত অবস্থায় তিনি সাপটিকে স্কুটার থেকে বের করেন। টুইটারে Pagan নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এর মধ্যেই তার ভিউ ৪৯.৩K ছাপিয়ে গিয়েছে।

Published on: Apr 18, 2023 04:31 PM