ভারতে আসছেন Vladimir Putin, প্রতিরক্ষা থেকে বাণিজ্য; আলোচনা হবে কী কী নিয়ে?
Russian President Vladimir Putin: ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর পুতিনের ভারতে সফরের জন্য সেজে উঠেছে দিল্লি। আর তাঁর এই সফরের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা বিশ্বও। ৪ ডিসেম্বর সন্ধে ৬টা ১৫ মিনিট নাগাদ ভারতের মাটি ছোঁবে পুতিনের বিমান।
ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর পুতিনের ভারতে সফরের জন্য সেজে উঠেছে দিল্লি। আর তাঁর এই সফরের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা বিশ্বও। ৪ ডিসেম্বর সন্ধে ৬টা ১৫ মিনিট নাগাদ ভারতের মাটি ছোঁবে পুতিনের বিমান।
পুতিনের ভারত সফরে নিরাপত্তার চাদরে মুড়েছে ভারতের রাজধানী। ৭ স্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ভারতের সঙ্গে কী আলোচনা করবেন পুতিন? জানা গিয়েছে, রুশ তেল সংস্থাগুলোর থেকে কম দামে তেল কেনার বিষয়ে যে আলোচনা হবে, সেটা একপ্রকার নিশ্চিত। একই সঙ্গে আরও এক ৪০০ ডিফেন্স সিস্টেম কেনা নিয়েও কথা হবে দুই পক্ষের মধ্যে। এ ছাড়াও মস্কো ইতিমধ্যে জানিয়েছে পুতিন নিজেই ভারতকে সুখোই ৫৭ দিতে চাইছেন। ফলে, কথা হবে তা নিয়েও। এমনকি দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও আলোচনা হবে দুই দেশের মধ্যে।

