WBSSC SLST Recruitment: কবের মধ্যে SSC-র চাকরি? বলে দিলেন কল্যাণ!

Dec 18, 2025 | 7:09 PM

Kalyan Banerjee, SSC Recruitment: কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ইলেভেন ও টুয়েলভের ফাইনাল রেজাল্ট বেরোবে ৭ জানুয়ারি। আর তাদের কাউন্সেলিং শেষ হয়ে যাছে ১৫ জানুয়ারির আশেপাশে। অন্যদিকে, ক্লাস নাইন ও টেনের ক্ষেত্রে সিলেকশন প্রসেস চলবে মার্চ পর্যন্ত। আর তারপর হবে কাউন্সেলিং।

‘যোগ্য’ চাকরিহারাদের চাকরির মেয়াদ বাড়ল আরও ৮ মাস। আগামী ৩১ অগস্ট পর্যন্ত বেতন পাবেন তাঁরা। একই সঙ্গে এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সময়সীমাও বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, ৩১ অগস্টের মধ্যে এসএসসির সম্পূর্ণ নিয়োগ হয়ে যাবে, আশা করছে কমিশন।

আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ইলেভেন ও টুয়েলভের ফাইনাল রেজাল্ট বেরোবে ৭ জানুয়ারি। আর তাদের কাউন্সেলিং শেষ হয়ে যাছে ১৫ জানুয়ারির আশেপাশে। অন্যদিকে, ক্লাস নাইন ও টেনের ক্ষেত্রে সিলেকশন প্রসেস চলবে মার্চ পর্যন্ত। আর তারপর হবে কাউন্সেলিং। সব মিলিয়ে অগস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া।

Published on: Dec 18, 2025 07:08 PM