Weather News: আবহাওয়া অফিস এত পুরস্কার পাচ্ছে কেন?

Weather News: আবহাওয়া অফিস এত পুরস্কার পাচ্ছে কেন?

rahul Sadhukhan

|

Updated on: Dec 22, 2023 | 12:38 PM

একটার পর একটা সাইক্লোন। একটার পর একটা সঠিক পূর্বাভাস। লক্ষ্য করেছেন কি বিগত কয়েক বছরে হাওয়া অফিসের কার্যকলাপ পুরো বদলে গেছে বললে বোধহয় বেশি বলা হবে না। আর তার জনই কি এত পুরস্কার?

এত পুরস্কার যে আস্ত নতুন একটা শো কেসই বানাতে হল আলিপুর আবহাওয়া অফিসকে। একটার পর একটা সাইক্লোন। একটার পর একটা সঠিক পূর্বাভাস। লক্ষ্য করেছেন কি বিগত কয়েক বছরে হাওয়া অফিসের কার্যকলাপ পুরো বদলে গেছে বললে বোধহয় বেশি বলা হবে না। আর তার জনই কি এত পুরস্কার?

 

আলিপুর আবহাওয়া অফিসে আগে এই শোকেস ছিল না। কিছুদিন আগেই তৈরি করা হল এটি। একটাই কারণ। এত পুরস্কার সাজিয়ে রাখার জন্য এমন ব্যবস্থা করা হয়েছে। এ থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যায় যে, আলিপুর আবহাওয়া অফিস খুব ভালো কাজ করছে। সেই কাজ অবশ্যই আবহাওয়ার সঙ্গে যুক্ত। আবহাওয়ার খবরের সেরা হওয়ার জন্যই এত পুরস্কার পাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। বিভিন্ন ইভেন্টের ওপর নির্ভর করে এই পুরস্কার দেওয়া হয়। সেই জন্য একটা পুরস্কার আবহাওয়া অফিস, হেড অফিস থেকে পেয়েছে।