WB Budget 2025: বাংলার বাজেটের অঙ্ক পিছনে ফেলেছে পৃথিবীর ১০০ দেশকে!
Bengal Budget: ২০২৫-২৬ অর্থবর্ষে বাংলার যে বাজেট তৈরি হয়েছে হিসাব কষে দেখা গিয়েছে বিশ্বের প্রায় ১০০টি দেশের জিডিপিও এত বেশি নয়। এবারের বাজেটের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল গতবছরের তুলনায় আকারে এবারের বাজেট বেড়েছে প্রায় ২৮ শতাংশ।
২০২৫-২৬ অর্থবর্ষে বাংলার বাজেট হয়েছে প্রায় ৪৫ বিলিয়ন ডলারের। এক্ষেত্রে উল্লেখ্য, বিশ্বের অনেক দেশের জিডিপি ৪৫ বিলিয়ন ডলারও নয়। দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে বা আফ্রিকার দেশ লিবিয়া কিংবা আমাদের প্রতিবেশী দেশ নেপালের জিডিপি আয়তনে বাংলার বাজেটের তুলনায় কম।
২০২৫-২৬ অর্থবর্ষে বাংলার যে বাজেট তৈরি হয়েছে হিসাব কষে দেখা গিয়েছে বিশ্বের প্রায় ১০০টি দেশের জিডিপিও এত বেশি নয়। এবারের বাজেটের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল গতবছরের তুলনায় আকারে এবারের বাজেট বেড়েছে প্রায় ২৮ শতাংশ। পরিসংখ্যান দেখলে বোঝা যাবে চলতি ২০২৪-২৫ অর্থবর্ষে ৩ লক্ষ ৮ হাজার ৬৮৯ কোটি টাকার বাজেট পেশ করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। যা এবারে ৮৫ হাজার কোটি টাকা বেড়ে হয়েছে ৩ লক্ষ ৮৯ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে হয়তো এবারের বাজেটের আয়তন কিছুটা বাড়ানো হয়েছে।

ভারতের শেয়ার বাজারের এখন কী অবস্থা, আরও কি পড়বে বাজার?

গতকালের বিরাট খবরের ধাক্কায় একটুও বাড়ল না এয়ারটেল, বাড়ল ইন্ডাসইন্ড

পড়েছে টেসলা, পড়ল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কী আভাস দিচ্ছে বাজার?

বিনিয়োগের সময় হতে হবে রাহুল দ্রাবিড়, পিচে পড়ে থাকতে হবে মাটি কামড়ে!
