Mahanayak Samman: ২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
১৯৮১ সাল থেকে প্রতিবছর রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় মহানায়ক উত্তম কুমার পুরস্কার। ২৪ জুলাই তাঁর প্রয়াণ দিবসে এই পুরস্কার চলচ্চিত্র জগতের কলাকুশলিদের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। ২০২৪ সালে এই পুরস্কার পাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায় ও নচিকেতা চক্রবর্তী। চার দশকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
মহানায়ক পুরস্কার
১৯৮১ সাল থেকে প্রতিবছর রাজ্যসরকারের পক্ষ থেকে দেওয়া হয় মহানায়ক উত্তম কুমার পুরস্কার। ২৪ জুলাই তাঁর প্রয়াণ দিবসে এই পুরস্কার চলচ্চিত্র জগতের কলাকুশলিদের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। ২০২৪ সালে এই পুরস্কার পাচ্ছেন– রচনা বন্দ্যোপাধ্যায় ও নচিকেতা চক্রবর্তী। চার দশকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
গৌরীর দীর্ঘশ্বাস!
গৌরী খানের সামনেই ঘটে গোটা বিষয়টা। দর্শকাসনে বসে ছিলেন তিনি। মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অন্তরঙ্গ নৃত্যে লিপ্ত ছিলেন তাঁর স্বামী শাহরুখ খান। দূর থেকে সবটা দেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছিলেন গৌরী। ক্যামেরা তাক করেছিল গৌরীর প্রতিক্রিয়ার দিকেই। ভাইরাল হয়েছে সেই ক্লিপ।
কী করেন সুপ্রিয়া?
আজ মহানায়ক উত্তমকুমারের ৪৪তম মৃত্যুবার্ষিকী। মহানায়কের ভাইঝি, তথা অভিনেতা তরুণকুমার চট্টোপাধ্যায়ের কন্যা মনামী বন্দ্যোপাধ্যায় বলেছেন, মহানায়কের দেখতে ভবানীপুরের বাড়িতে আসেননি অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরী। সারারাত মৃতদেহ ছিল বাড়িতেই। পরদিন টেকনিশিয়ান স্টুডিয়োয় গিয়েছিলেন তিনি।
ভাইরাল যিশুর পুরনো ক্লিপ
অভিনেতা যিশু সেনগুপ্ত এবং তাঁর স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তর বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। তারই মাঝে ভাইরাল একটি পুরনো ক্লিপ। সেখানে স্ত্রীকে পাশে নিয়ে যিশুকে বলতে শোনা যাচ্ছে, “সম্পর্কে বোঝাপড়া থাকা খুব জরুরি বিষয়। সেটা স্বামী-স্ত্রী হোক আর যেই হোক। আমরা দু’জন দু’জনকে বুঝতে চাই না, এটা মনে হয় সব সম্পর্কের মধ্যেই হয়। সেটাকে মানিয়ে নিয়েই থাকতে হয়। আমরাও একসঙ্গে রয়েছি।”
যিশুর দুই প্রিয় নারী
যিশুর পছন্দের দুই নারী হলেন হলিউডের দুই তাবড় অভিনেত্রী। তাঁদের বয়স বোঝা দায়। তাঁরা সালমা হায়েক এবং মনিকা বেলুচি। এই দুই অভিনেত্রীর মুগ্ধ অনুরাগী যিশু। অভিনেতা জানিয়েছেন, এই দুই নারী প্রেম প্রস্তাব দিলে তিনি কিছুতেই ফেরাতে পারবেন না। অন্য কেউ প্রেম নিবেদন করলে তিনি বাধ্য ফেরাতে।
আদুরে সোহিনী
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। বিয়ের একসপ্তাহ কাটতে না কাটতেই একের পর এক না দেখা ছবি সামনে আনছেন তিনি। এবার আদুরে ছবিতে মুগ্ধ করলেন ভক্তদের। বিয়ের সকালে সোহাগে চুম্বনে ভরান শোভন, সেই ছবিকেই ভালবাসায় ভরালেন ভক্তরা।
ঐশ্বর্যর সাফ কথা
ঐশ্বর্যর কাছে একটা সময় দাঁড়িয়ে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হওয়ার কথা মিস ওয়ার্ল্ড হওয়ার মুহূর্তটাই, যখন তাঁর মাথায় পরানো হচ্ছে হীরে খচিত বিশ্বসুন্দরীর মুকুট! কিন্তু না… ঐশ্বর্যর কাছে সেই মুহূর্তটা সবচেয়ে স্মরণীয় ছিল না। তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে সেই মুহূর্তটাই সবচেয়ে স্মরণীয় হবে, যখন তিনি তাঁর বাচ্চাকে পাবেন।
বিতর্কে অভিষেক
ভাগ্নে অগস্ত্য নন্দা ও সুহানা খানকে নিজে গাড়ি চালিয়ে নিয়ে গেলেন ডিনারে। অভিষেক বচ্চনের এই ছবি সামনে আসতেই তা নিয়ে শোরগোল নেটপাড়ায়। রীতিমত ট্রোল্ড হতে হল জুনিয়ার বচ্চনকে। একশ্রেনি প্রশ্ন করে বসলেন, আচ্ছা আরাধ্যার সঙ্গে তো কখনও দেখা যায় না?
ভালবাসায় বিরুষ্কা
আবারও ভাইরাল অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। শোনা যাচ্ছে মেয়ে ভামিকা ও ছেলে আকায়ের গোপনীয়তাকে রক্ষা করতে তাঁরা বর্তমানে লন্ডনে রয়েছেন। এরই মাঝে সামনে এল তাঁদের এক অদেখা ছবি, আর তাতেই ভালবাসায় ভরালেন ভক্তরা, লিখলেন ‘ট্রোল আর ঘৃণায় ভরা পৃথিবীতে তাদের ভালবাসা রাজত্ব করছে।’