পরিচারিকাও বাদ যাচ্ছে না, প্রতীক জৈনের বাড়িতে এবার কী করছে পুলিশ?

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 10, 2026 | 7:37 PM

থানার কর্তব্যরত পুলিশকর্মীদের বডিক্যামে যে ফুটেজ রেকর্ড হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতীক জৈনের পরিবারের সদস্যদের কাছ থেকে স্টেটমেন্ট নিতে চাইছে পুলিশ। কতজন ইডি অফিসার ছিলেন, কতজন সিআরপিএফ জওয়ান ছিলেন, ফরেনসিক বিশেষজ্ঞ ছিলেন কি না, সবটাই খতিয়ে দেখবে পুলিশ।

প্রতীক জৈনের বাড়ি তথা বহুতলের সিসি ক্যামেরার ডিভিআর বাজেয়াপ্ত করেছে পুলিশ। ইডি তল্লাশির পর অভিযোগ-পাল্টা অভিযোগ সামনে এসেছে। স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ। তৎপর হয়ে শুরু করেছে তদন্তও।

জানা গিয়েছে, বহুতলে দায়িত্বরত নিরাপত্তারক্ষীদের তালিকা চাওয়া হয়েছে পুলিশের তরফে, প্রতীক জৈনের বাড়ির পরিচারিকাদের জিজ্ঞাসাবাদ করে বয়ানও নেয় পুলিশ।

থানার কর্তব্যরত পুলিশকর্মীদের বডিক্যামে যে ফুটেজ রেকর্ড হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতীক জৈনের পরিবারের সদস্যদের কাছ থেকে স্টেটমেন্ট নিতে চাইছে পুলিশ। কতজন ইডি অফিসার ছিলেন, কতজন সিআরপিএফ জওয়ান ছিলেন, ফরেনসিক বিশেষজ্ঞ ছিলেন কি না, সবটাই খতিয়ে দেখবে পুলিশ।