Nandigram: নন্দীগ্রামে সেবাশ্রয় থেকে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
Abhishek Banerjee: প্রাথমিকভাবে এটি ডায়মন্ড হারবার কেন্দ্রিক হলেও, নন্দীগ্রামে মডেল ক্যাম্প করার ঘোষণা আগেই করেছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। নির্বাচনের মুখে তা নিয়েই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে তীব্র রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।
নন্দীগ্রাম: ডায়মন্ড হারবারের গণ্ডি ছাড়িয়ে এবার নন্দীগ্রামে চলছথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির। ২০২৫ সালে নিজের কেন্দ্রে ৭৫ দিনের সফল শিবিরের পর, ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘সেবাশ্রয়-২’। প্রাথমিকভাবে এটি ডায়মন্ড হারবার কেন্দ্রিক হলেও, নন্দীগ্রামে মডেল ক্যাম্প করার ঘোষণা আগেই করেছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। নির্বাচনের মুখে তা নিয়েই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে তীব্র রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। ভোটর মুখে চলছে জোর চর্চা।