AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura News Update: হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে বাড়ির একাংশ, আতঙ্ক বাঁকুড়ার ছাতনা ব্লকের ভুইয়াপাড়া গ্রাম

Bankura News Update: হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে বাড়ির একাংশ, আতঙ্ক বাঁকুড়ার ছাতনা ব্লকের ভুইয়াপাড়া গ্রাম

আসাদ মল্লিক

|

Updated on: May 21, 2023 | 1:35 PM

Share

Bankura News: হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে গ্রামের একটি বাড়ির নির্দিষ্ট একটি জায়গায় মেঝের অংশ। সময় যত যাচ্ছে ততই মেঝের ওই অংশে বাড়ছে তাপমাত্রা। কারন বুঝতে না পেরে আতঙ্ক ছড়িয়ে পড়ল গ্রাম জুড়ে। ঘটনা বাঁকুড়ার ছাতনা ব্লকেত ভুইয়াপাড়ার।

 

 

হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে গ্রামের একটি বাড়ির নির্দিষ্ট একটি জায়গায় মেঝের অংশ। সময় যত যাচ্ছে ততই মেঝের ওই অংশে বাড়ছে তাপমাত্রা। কারন বুঝতে না পেরে আতঙ্ক ছড়িয়ে পড়ল গ্রাম জুড়ে। ঘটনা বাঁকুড়ার ছাতনা ব্লকেত ভুইয়াপাড়ার।

স্থানীয় সূত্রে জানা গেছে ভুইয়াপাড়া গ্রামের কাশীনাথ কুম্ভকার একতলা একটি বাড়ি করে দুবছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছেন। দিন তিনেক আগে হঠাৎই বাড়ির সিঁড়ির নীচে মেঝের অংশ গরম হতে শুরু করে। প্রথমে বিষয়টি তেমন আমল না দিলেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে বাড়ির মেঝের ওই অংশে। আজ সকালে পরিস্থিতি এমন হয় যে মেঝের ওই অংশে হাত দেওয়াও বেশ কঠিন হয়ে পড়ে। এই ঘটনার সুনির্দিষ্ট কোনো কারন খুঁজে না পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে কুম্ভকার পরিবারের মধ্যে। ঘটনার কথা জানাজানি হলে গ্রাম জুড়েই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পুলিশকে। গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তারা এলাকা পরিদর্শন করে খবর দেয় ব্লক স্তরে। বিষয়টির কারণ জানার জন্য ভূতত্ব গবেষকদের তলব করার দাবী জানান স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখার আস্বাস দিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। প্রশাসনের তরফে ইতিমধ্যেই তলব করা হয়েছে বিজ্ঞান মঞ্চকে। বিজ্ঞান মঞ্চের দাবী নতুন ওই বাড়ির মেঝেতে সিমেন্টের সাথে কোনো রাসায়নিকের বিক্রিয়ার ফলেই এই তাপ উৎপন্ন হতে পারে। বিষয়টি পর্যবেক্ষণ করে কারণ খোঁজার চেষ্টা হবে বলে জানিয়েছে বিজ্ঞান মঞ্চ।

Published on: May 21, 2023 01:33 PM