Coromandel Express Derailed: গিয়েছিলেন ধান কাটতে, ফিরলেন কাঁচ ভেঙে

Coromandel Express Derailed: গিয়েছিলেন ধান কাটতে, ফিরলেন কাঁচ ভেঙে

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 03, 2023 | 2:13 PM

কেউ ফিরেছেন জানালার কাঁচ ভেঙে আবার কেউ বেরিয়েছেন ট্রেনের ছাদের উপর দিয়ে। মৃতদেহের মধ্যে থেকে নিজেদেরকে বেছে ফেরাটা কে যথেষ্ট সৌভাগ্যর বলে মনে করছেন তারা। যশবন্তপুর ট্রেন ধরে তারা ফিরছিল হাওড়ায়। আর সেই ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে এই পরিবারগুলি। ইতিমধ্যেই ক্যানিং স্টেশনে নেমে নিজেদেরকে যথেষ্ট সৌভাগ্যবান বলে মনে করছেন তারা

কথায় আছে রাখে হরি তোমারে কে। দুর্ঘটনার পর আপাতত বেঁচে ফেরার পর এমনই মনে করছেন সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে ধান কাটতে যাওয়া ১২ জন আদিবাসী পরিবার। কেউ ফিরেছেন জানালার কাঁচ ভেঙে আবার কেউ বেরিয়েছেন ট্রেনের ছাদের উপর দিয়ে। মৃতদেহের মধ্যে থেকে নিজেদেরকে বেছে ফেরাটা কে যথেষ্ট সৌভাগ্যর বলে মনে করছেন তারা। যশবন্তপুর ট্রেন ধরে তারা ফিরছিল হাওড়ায়। আর সেই ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে এই পরিবারগুলি। ইতিমধ্যেই ক্যানিং স্টেশনে নেমে নিজেদেরকে যথেষ্ট সৌভাগ্যবান বলে মনে করছেন তারা। ১২ জনের একটি দল সুন্দরবনের পাঠানখালী বিপ্রদাসপুর শম্ভুনগর এলাকা থেকে তারা ধান কাটতে গিয়েছিল তামিলনাড়ুতে। সেখান থেকে ফিরছিল। আর তখনই ঘটে এই দুর্ঘটনা।সেই ১২ জনের দলের মধ্যে ৪ জনের আশঙ্কাজনক অবস্থায় বালেশ্বর হাসপাতালে ভর্তি। ইতিমধ্যেই তাদের চিকিৎসা চলছে সেখানে। অন্যরা অল্প বিস্তার আহত অবস্থায় চলে এসেছেন বাড়িতে। ভয়ংকর এক দুর্ঘটনা স্মৃতি নিয়ে। ইতিমধ্যেই সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন সুন্দরবন থেকে কাজে যাওয়া পরিবারগুলি।