WITT 2024: ভারতের সঙ্গে কখনও সম্পর্ক খারাপ করতে চায়নি মলদ্বীপ: মারিয়া দিদি
বিশ্বে শান্তি বজায় রাখতে ভারতের কী ভূমিকা, তা নিয়ে নিয়ে আলোচনায় অশ নিয়েছেন ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞ ভেলিনা চাকারোভা, মলদ্বীপের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি, রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রাক্তন দূত সৈয়দ আকবরউদ্দিন।
বিশ্বে শান্তি বজায় রাখতে ভারতের কী ভূমিকা, তা নিয়ে নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞ ভেলিনা চাকারোভা, মলদ্বীপের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি, রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রাক্তন দূত সৈয়দ আকবরউদ্দিন।
সম্প্রতি ভারত সম্পর্কে মলদ্বীপ সরকারের কিছু মন্তব্যে বিতর্ক বাড়ে। সেই প্রসঙ্গে TV9 নেটওয়ার্কের কনক্লেভে কথা বললেন মলদ্বীপের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মারিয়া দিদি। তিনি বলেন, “আমরা সবসময় ভাল সম্পর্ক রেখে চলেছি প্রতিবেশী দেশের সঙ্গে। আমরা চাই না, আমাদের এলাকায় প্রক্সি ওয়ার হোক।”
ভারতীয় কূটনীতিক সৈয়দ আকবরুদ্দিন বলেন, ‘১০ বছর আগে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। বিদেশনীতি সম্পর্কে তাঁর কোনও ধারনা ছিল না। অথচ তিনি আজ নিজেকে বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ঝুঁকি নিয়েছেন।’ যুদ্ধ হলে তাঁর সমাধান কোথায়, সেটাও মোদী জানেন বলে মন্তব্য করেছেন আকবরুদ্দিন।

ভারতের শেয়ার বাজারের এখন কী অবস্থা, আরও কি পড়বে বাজার?

গতকালের বিরাট খবরের ধাক্কায় একটুও বাড়ল না এয়ারটেল, বাড়ল ইন্ডাসইন্ড

পড়েছে টেসলা, পড়ল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কী আভাস দিচ্ছে বাজার?

বিনিয়োগের সময় হতে হবে রাহুল দ্রাবিড়, পিচে পড়ে থাকতে হবে মাটি কামড়ে!
