Manoj Verma: আমাদের কাছে প্রচুর ডেটা এসেছে: পুলিশ কমিশনার
সাউথ ক্যালকাটা ল’ কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এবার ঘটনার তদন্ত নিয়ে মুখ খুললেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “ঘটনাটি অত্যন্ত সেন্সিটিভ। তদন্তের স্বার্থে নির্দিষ্ট বিবরণ এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। তবে আমরা দ্রুত পদক্ষেপ করেছি।” পুলিশ কমিশনার জানান, অভিযোগ দায়েরের ১২ ঘণ্টার মধ্যেই মূল […]
সাউথ ক্যালকাটা ল’ কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এবার ঘটনার তদন্ত নিয়ে মুখ খুললেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “ঘটনাটি অত্যন্ত সেন্সিটিভ। তদন্তের স্বার্থে নির্দিষ্ট বিবরণ এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। তবে আমরা দ্রুত পদক্ষেপ করেছি।” পুলিশ কমিশনার জানান, অভিযোগ দায়েরের ১২ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে আরও একজনকে তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ। কমিশনারের কথায়, “আমরা বহু গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছি। সব দিক থেকেই তদন্ত এগোচ্ছে। ভিক্টিমের পরিচয় যাতে গোপন থাকে, সে বিষয়ে আমরা বিশেষভাবে সতর্ক। সুপ্রিম কোর্ট ও হাই কোর্ট—দুই আদালতের নির্দেশ মেনেই তদন্ত চলছে।” প্রশাসনের আশ্বাস, দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দেখুন কমিশনার আর কী বললেন, দেখুন ভিডিয়ো