Firhad Hakim on Dengue Issue: ডেঙ্গি নিয়ে এ কী যুক্তি মেয়রের?

Firhad Hakim on Dengue Issue: ডেঙ্গি নিয়ে এ কী যুক্তি মেয়রের?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 28, 2023 | 9:25 PM

গতকাল মুখ্য সচিব একটি বৈঠক করেছেন। তাতে কলকাতা পুরসভার মতো সেই অনুযায়ী জেলার পুরসভা এবং পঞ্চায়েতগুলিকে পরিকাঠামো তৈরি করতে বলা হয়েছে। আগের শহর এলাকায় ডেঙ্গি বেশি হতো। এখন গ্রামীন এলাকায় ডেঙ্গির প্রভাব বেশি দেখা যাচ্ছে।

গতকাল মুখ্য সচিব একটি বৈঠক করেছেন। তাতে কলকাতা পুরসভার মতো সেই অনুযায়ী জেলার পুরসভা এবং পঞ্চায়েতগুলিকে পরিকাঠামো তৈরি করতে বলা হয়েছে। আগের শহর এলাকায় ডেঙ্গি বেশি হতো। এখন গ্রামীন এলাকায় ডেঙ্গির প্রভাব বেশি দেখা যাচ্ছে। শহর থেকে গ্রামের ডেঙ্গির মাত্রা অনেক বেশি হচ্ছে। এটার কারণ হচ্ছে আর্থিক উন্নয়ন। অর্থাৎ এর আগে গ্রামীন এলাকায় চালের বাড়ি থাকত। ঢালাই করা ছাদ থাকত না। ঢালাই করা ছাদ না থাকায় কাপ ভাঁড় নিয়ে এনে রাখতো না। উপর থেকে গড়িয়ে পড়ে যেত। খোলা নর্দমা থাকত, একটু গোবর থাকতো, গরু থাকতো, তাই সেই কারণে ডেঙ্গি মহামারী আকার হয়ে আসতো না। কিন্তু এখন *পেরি আরবানাইজেশন হচ্ছে। পেরি আরবানাইজেসনে যেমন সুবিধা রয়েছে। তেমন পেরি আরবানাইজেশন এর জন্য ডেঙ্গি বা আবহাওয়ার জন্য অন্যান্য রোগ দেখা দেয়। বিষুবরেখার দু’ধারে ডেঙ্গি হয়। সে কারণে গ্রামীন এলাকাতে এখন ডেঙ্গি বেশি হচ্ছে। আর সেই জন্যই গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বলা হয়েছে পরিকাঠামো উন্নয়ন করতে।