Income Tax Raid: এত টাকা থাকলেই জেল, দিতে হবে ৭৮ শতাংশ আয়কর!
Income Tax Act: আয়কর আইন বলে, বাড়িতে নগদ টাকা রাখার কোনও নির্দিষ্ট সীমা নেই। অর্থাৎ, কোনও ব্যক্তি নাড়িতে নগদ হিসাবে যত খুশি টাকা রাখা যেতে পারে।
আয়কর আইন বলে, বাড়িতে নগদ টাকা রাখার কোনও নির্দিষ্ট সীমা নেই। অর্থাৎ, কোনও ব্যক্তি নাড়িতে নগদ হিসাবে যত খুশি টাকা রাখা যেতে পারে। যদি কেউ বাড়িতে কোনও নগদ টাকা রাখে সেক্ষেত্রে শর্ত হল সেই উপার্জন বৈধ উৎস থেকে আসতে হবে ও আয়কর রিটার্নে তা উল্লেখ করতে হবে। তবে কেউ আয়ের উৎস ব্যাখ্যা করতে না পারেন, তাহলে বাড়তি সেই আয়ের উপর বাড়তি কর দিতে হবে।
আয়কর আইন অনুয়ায়ী কোনও ব্যক্তির আয়ের উৎস স্পষ্ট না হলে, সেই অঘোষিত আয়ের উপর কর আরোপ করা হবে। আইন বলছে, এই আয়ের উপর সর্বোচ্চ ৭৮ শতাংশ পর্যন্ত কর আরোপ করা হতে পারে। এর পাশাপাশি তার উপর অতিরিক্ত জরিমানাও আরোপ করা হতে পারে।
Latest Videos