SIR আবহে বিরোধীদের নিশানা শাহর, কী বললেন?
বিহারের পর পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর (SIR) শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা করেছে। এই পরিস্থিতিতে অনুপ্রবেশ ও এসআইআরের বিরোধিতা নিয়ে বিরোধীদের নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসআইআর আবহে যখন বাংলাদেশে ফিরে যাচ্ছেন অনেকে, তখন অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিয়ে শাহ বললেন, বেছে বেছে অনুপ্রবেশকারীদের ভারত থেকে তাড়ানো হবে। একইসঙ্গে তিনি বলেন, কয়েকটি দল অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে এবং এসআইআরের বিরোধিতা করছে। কোনও রাজনৈতিক দলের অবশ্য নাম নেননি তিনি। পাল্টা অমিত শাহকে আক্রমণ করেছে পশ্চিমবঙ্গের শাসকদল। তৃণমূলের রাজ্যের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হল কীভাবে? সীমান্ত সুরক্ষার দায়িত্ব তো অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের। এসআইআর নিয়ে কমিশনের হয়ে কেন শাহ বক্তব্য রাখছেন, সেই প্রশ্নও তোলেন তৃণমূল এই নেতা।
বিহারের পর পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর (SIR) শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা করেছে। এই পরিস্থিতিতে অনুপ্রবেশ ও এসআইআরের বিরোধিতা নিয়ে বিরোধীদের নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসআইআর আবহে যখন বাংলাদেশে ফিরে যাচ্ছেন অনেকে, তখন অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিয়ে শাহ বললেন, বেছে বেছে অনুপ্রবেশকারীদের ভারত থেকে তাড়ানো হবে। একইসঙ্গে তিনি বলেন, কয়েকটি দল অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে এবং এসআইআরের বিরোধিতা করছে। কোনও রাজনৈতিক দলের অবশ্য নাম নেননি তিনি। পাল্টা অমিত শাহকে আক্রমণ করেছে পশ্চিমবঙ্গের শাসকদল। তৃণমূলের রাজ্যের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হল কীভাবে? সীমান্ত সুরক্ষার দায়িত্ব তো অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের। এসআইআর নিয়ে কমিশনের হয়ে কেন শাহ বক্তব্য রাখছেন, সেই প্রশ্নও তোলেন তৃণমূল এই নেতা।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

