Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ajinkya Rahane, IPL 2025: গরীব ক্যাপ্টেন আর এক বিতর্কিত ক্রিকেটারের আশ্চর্য কাহিনি!

Ajinkya Rahane, IPL 2025: গরীব ক্যাপ্টেন আর এক বিতর্কিত ক্রিকেটারের আশ্চর্য কাহিনি!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Mar 26, 2025 | 3:42 PM

IPL 2025: রাহানে এ বারের আইপিএলের সবচেয়ে গরীব ক্যাপ্টেন! মাত্র দেড় কোটি দাম। কী আশ্চর্য, সেই রাহানেই কিনা আলাদা অক্সিজেন সিলিন্ডার হয়ে গিয়েছেন নাইটদের।

তিন নায়কের তিন রোমাঞ্চকর উত্থান দেখে বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন, আইপিএল ফিরিয়ে দিল এঁদের। এই তিন তারকা কারা? কেকেআরের ক্যাপ্টেন রাহানে। আরসিবির বাঁ হাতি স্পিনার ক্রুণাল পান্ডিয়া। আর হায়দরাবাদের তিন নম্বরে নামা ঈশান কিষান।

রাহানে এ বারের আইপিএলের সবচেয়ে গরীব ক্যাপ্টেন! মাত্র দেড় কোটি দাম। কী আশ্চর্য, সেই রাহানেই কিনা আলাদা অক্সিজেন সিলিন্ডার হয়ে গিয়েছেন নাইটদের। কুইন্টন ডি কক ফিরেছেন দ্রুত। রাহানে এলেন। এবং জয় করলেন ইডেনের মন। চার-ছয়ের বন্যা বইয়ে দিলেন।

একই গল্প ক্রুণালের। ভাই হার্দিকের মতো গ্ল্যামার নেই তাঁর। প্রতিভাও কম। কিন্তু বোলিং, ব্যাটিং আর ফিল্ডিং দিয়ে টিমের অপরিহার্য। প্রত্যাবর্তনের তালিকায় এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম ঈশান কিষান। বিশৃঙ্খল। অবাধ্য। ছন্দহীন। বিতর্কিত। এমনকি বোর্ডের চোখের বালিও। বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া এই ঈশানের কেরিয়ার কবে শেষ হবে, দেখার অপেক্ষায় অনেকে। সেই ঈশানই কিনা চমকে দিলেন প্রথম ম্যাচে খেলতে নেমে। ৪৫ বলে সেঞ্চুরি করে চমকে দিলেন। চুপ করিয়ে দিলেন অনেককে।

ঈশান, ক্রুণাল, রাহানেদের মতো এমন নিয়ম ভাঙা গল্পের নায়ক হয়তো অনেকে হয়ে উঠবেন।