Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant, IPL 2025: রাহুলের সঙ্গে 'অদল-বদল', প্রতিষ্ঠা পাওয়ার চ্যালেঞ্জ ঋষভ পন্থের

Rishabh Pant, IPL 2025: রাহুলের সঙ্গে ‘অদল-বদল’, প্রতিষ্ঠা পাওয়ার চ্যালেঞ্জ ঋষভ পন্থের

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Mar 24, 2025 | 3:09 PM

Rishabh Pant: ঋষভ পন্থের কাছে তাই আইপিএল আপাতত সেরা মঞ্চ। সবচেয়ে দামি ক্যাপ্টেন, প্লেয়ার হয়েছেন। প্রয়োজন এবার নামী হওয়ারও।

স্টুপিড…স্টুপিড…স্টুপিড…।

বর্ডার-গাভাসকর ট্রফিতে ধারাভাষ্যে এমনটাই বলেছিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। ম্যাচের যা পরিস্থিতি ছিল, তাতে ফ্যান্সি শট খেলে আউট হওয়ায় পন্থের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। কারণ, ঠিক তার আগের ডেলিভারিতেই একই শট ট্রাই করেছিলেন। মিস হয় সেটি। সে কারণেই পরের ডেলিভারিতে একই শট খেলা এবং ম্যাচের ওইরকম একটা পরিস্থিতিতে আউট হওয়ায় ক্ষোভটা জায়েজ।

লখনউয়ের সঙ্গে বেশ কয়েক দিন ধরেই প্রস্তুতি করছেন ঋষভ পন্থ। কিন্তু ম্যাচ প্র্যাক্টিস? দীর্ঘ দিন নেই। সেই বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলেছিলেন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে টিমে ছিলেন। কিন্তু একটা ম্যাচেও খেলানো হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই চিত্র। বেঞ্চে বসেই চ্যাম্পিয়নের ট্রফি। যা টিম হিসেবে গর্বের হলেও ব্যক্তিগত ভাবে আদৌ কি? এই প্রশ্ন থাকেই।

ঋষভ পন্থের কাছে তাই আইপিএল আপাতত সেরা মঞ্চ। সবচেয়ে দামি ক্যাপ্টেন, প্লেয়ার হয়েছেন। প্রয়োজন এবার নামী হওয়ারও।