75 Rs Coin Release: নতুন ৭৫ টাকার কয়েনে কী কী আছে?

বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ২০০০ টাকার নোট। আরবিআই আর ছাপাবেনা ২০০০ টাকার নোট। ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দিতে পারবেন ৩০ সেপ্টেম্বরের মধ্যে। বাজারে আসতে চলেছে ৭৫ টাকার কয়েন। প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন সংসদ ভবন। সেখানেই এই কয়েন প্রকাশিত করা হয়েছে।

75 Rs Coin Release: নতুন ৭৫ টাকার কয়েনে কী কী আছে?
| Edited By: | Updated on: May 30, 2023 | 3:20 PM

বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ২০০০ টাকার নোট। আরবিআই আর ছাপাবেনা ২০০০ টাকার নোট। ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দিতে পারবেন ৩০ সেপ্টেম্বরের মধ্যে। বাজারে আসতে চলেছে ৭৫ টাকার কয়েন। প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন সংসদ ভবন। সেখানেই এই কয়েন প্রকাশিত করা হয়েছে। ৭৫ টাকার কয়েনে বেশ কিছু আকর্ষণীয় জিনিস রয়েছে। আমাদের দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষ। সেই কারণে এই বিশেষ ৭৫ টাকার কয়েন। এই কয়েনে থাকবে নানা প্রতীক। এই কয়েন তুলে ধরবে দেশের ইতিহাসকে। তবে এই কয়েন দেখতে গোলাকার হবে। এই কয়েনের ২০০টি দাগ থাকবে। ৩৫ গ্রাম ওজন হবে এই কয়েনের এবং ব্যাসার্ধ ৪৪ মিলিমিটার হবে। ৭৫ টাকার কয়েনে থাকবে ৪টি ধাতু । ৪টি ধাতু হল রুপো,তামা, জিঙ্ক এবং নিকেল। ৭৫ টাকার কয়েনে লেখা থাকবে “সত্যমেব জয়তে”। অশোক স্তম্ভ থাকবে কয়েনের এক জায়গাতে। ৭৫ টাকা লেখাও থাকবে মুদ্রাতে।

Follow Us: