জঙ্গলে হাতির হানা থেকে লাল মাছরাঙা দেখে সংলাপ ভুলে যাওয়া, ছবি পাগলের গল্প

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Updated on: Aug 20, 2021 | 11:10 AM

পাখির জন্য শটে ডায়লগ ভুলে গিয়েছেন পোড়খাওয়া অভিনেতা পরিচালক চন্দন! আউটডোর শুট থাকলে দু'টো স্টিল ক্যামেরা আর তাদের টেলিফোটো লেন্স ব্যাগে গুছিয়ে নেন।

বিশ্ব ফটোগ্রাফি দিবসে রইল নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র অভিনেতা চন্দন সেনের ফটোগ্রাফি চর্চার সুলুক সন্ধান। বাঘ, হাতি, সিংহ থেকে পাখি… মন উথাল-পাথাল করে চন্দনের বন পাহাড়ের কথা শুনলে। আর পাখির জন্য শটে ডায়লগ ভুলে গিয়েছেন পোড়খাওয়া অভিনেতা পরিচালক চন্দন! আউটডোর শুট থাকলে দু’টো স্টিল ক্যামেরা আর তাদের টেলিফোটো লেন্স ব্যাগে গুছিয়ে নেন। সব্যসাচী চক্রবর্তীকে দেখে অনুপ্রেরণা পেয়েছেন চন্দন সেন। স্ন্যাপশট আর ফটোগ্রাফির পার্থ্যক্য বুঝিয়েছেন দীপ্তানুজ দাশগুপ্ত। বাকি খুঁটিনাটির জন্য সাহায্য করেছেন বন্ধু তীর্থঙ্কর, কিছু ইউটিউব ভিডিয়ো আর নীলাঞ্জন রায়চৌধুরী। একটা সময়ে চিড়িয়াখানায় কোনও পশু বাচ্চা দিলে তাদের দেখতে নিয়মিত হাজির থাকতেন ‘একনায়কের শেষ রাত’-এর স্রষ্টা। আর এখন বনে-বনে ঘুরতে-ঘুরতে চিনেছেন গাছ পাখি আর পশুদের। জেনেছেন তাদের ব্যবহার।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla