Roopa Ganguly News: রূপা গাঙ্গুলিকে কবে আবার দেখা যাবে পুরনো ফর্মে?

| Edited By: Tapasi Dutta

May 01, 2023 | 4:38 PM

রূপা গাঙ্গুলি। একটা সময় সমানে সমানে টক্কর দিয়েছেন বিজেপি নেত্রী অভিনেত্রী। কিন্তু তারপর বহুদিন তিনি নেই। কোথায় গেলেন তিনি? এই প্রশ্নের উত্তরে কী বললেন রূপা গাঙ্গুলি?

রূপা গাঙ্গুলি। একটা সময় সমানে সমানে টক্কর দিয়েছেন বিজেপি নেত্রী অভিনেত্রী। কিন্তু তারপর বহুদিন তিনি নেই। কোথায় গেলেন তিনি। এই প্রশ্নটাই করলেন আমাদের প্রতিনিধি। একটি অনুষ্ঠানে হঠাৎ দেখার পর। একটা সময় ভোটের প্রচার থেকে শুরু করে আন্দোলনের পুরোভাগে দেখা যেত তাঁকে। তিনি বলছেন বলার অনেক কিছুই আছে। বিশেষ করে রাজ্যের এমন এক পরিস্থিতিতে। তাহলে কবে আবার দেখা যাবে রণক্ষেত্রে? কবে আবার দেখা যাবে পুরনো ফর্মে? রহস্যের হাসি হেসে বলেন দিনক্ষণ পরে বলবেন। তবে অফিসে যাবেন। যা বলবেন সুকান্ত মজুমদারের পাশে দাঁড়িয়েই বলবেন।