শোভনকে কবে বিয়ে করছেন সোহিনী? যা বললেন নায়িকা…
টলিপাড়ায় বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন জুলাই মাসেই বিয়ে করতে চলেছেন শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার। কাজের ফাঁকে পুরোদমে নাকি বিয়ের শপিং করছেন নায়িকা, ৩ লাখি হার অর্ডার দিয়েছেন বিয়ের জন্য। এই প্রসঙ্গে সোহিনী বললেন, ‘বিয়েটা হলে হবে আর কী… তবে বিয়ে হলে বিয়েটার প্রিমিয়ার হবে না’।
সরছেন সলমন?
মে মাসে শুরু হওয়ার কথা ছিল বিগ বস ওটিটি থ্রি। তবে এবার শোনা যাচ্ছে শোয়ের সঞ্চালনা নিয়ে বেশ কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। সলমন খানের সঙ্গে এখনও কথা ফাইনাল না হওয়ায় শো পিছিয়ে করা হয়েছে জুনে। এও শোনা যাচ্ছে সলমনের পাশাপাশি কথা হয়েছে অনিল কাপুরের সঙ্গেও। সব ঠিক থাকলে তিনিও এবার সঞ্চালনা করতে পারেন।
হাসপাতালে ভর্তি হচ্ছেন ঐশ্বর্যা!
দিন কয়েক আগেই হাতে চোট পান অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন। হাতে প্লাস্টার করেই কান উৎসবের লাল গালিচায় হেঁটেছিলেন বছর পঞ্চাশের প্রাক্তন বিশ্বসুন্দরী। কান চলচ্চিত্র উৎসব থেকে রবিবার সকালে মুম্বই ফিরেছেন ঐশ্বর্যা। জানা যাচ্ছে, খুব শীঘ্রই হাতে অস্ত্রোপচার হবে তাঁর। ভর্তি হতে হবে হাসপাতালে।
কেমন আছেন রাখি?
রাখি সাওয়ান্তের ভিডিয়ো এবার ভাইরাল। তাঁর প্রথম প্রাক্তন স্বামী রীতেশ সিং হাসপাতাল থেকে OT-তে যাওয়ার সময় রাখির ভিডিয়ো করে তা পোস্ট করেছেন। ভিডিয়োর ক্যাপশানে রীতেশ লিখেছিলেন, ‘কান্না পাচ্ছে সঙ্গে ভয়ও লাগছে। তবে উপরওয়ালার প্রতি আমার বিশ্বাস আছে, উনি খারাপ কিছু করবেন না।’
ভোটারদের কাছে বলিউডের আবেদন
২০মে সোমবার পঞ্চম দফার ভোটগ্রহণে ভোট দেবে মহারাষ্ট্রে । মহারাষ্ট্রে মোট ৪৮টি লোকসভা আসন রয়েছে। তার আগে মুম্বইয়ের ভোটারদের কাছে বিশেষ আবেদন করছেন শাহরুখ খান, সলমন খান, অক্ষয় কুমার ও অন্যান্য শিল্পারা। শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আসুন ভারতীয় হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমরা আমাদের দেশের সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে ভোট দেই।
সোহিনীর বিয়ে?
টলিপাড়ায় বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন জুলাই মাসেই বিয়ে করতে চলেছেন শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার। কাজের ফাঁকে পুরোদমে নাকি বিয়ের শপিং করছেন নায়িকা, ৩ লাখি হার অর্ডার দিয়েছেন বিয়ের জন্য। এই প্রসঙ্গে সোহিনী বললেন, ‘বিয়েটা হলে হবে আর কী… তবে বিয়ে হলে বিয়েটার প্রিমিয়ার হবে না’।
ইধিকার মজা
বিয়ে করছেন ইধিকা পাল! সুখবর দিলেন নিজেই। কী ভাবছেন! সত্যি এমনটা ঘটতে চলেছে? একেবারেই নয়। বিয়ের কনে সাজে একটি ভিডিয়ো পোস্ট করে নিজের বিয়ের কথা মজা করেই জানিয়েছেন তিনি। আর পাত্র? সেখানেও রসিকতা করে তিনি জানান- শিব।
একান্ত যাপন শ্রীলেখা
মেয়ের সদ্য রেজাল্ট বেরিয়েছে। আপাতত শুটিংয়ের ব্যস্ততা নেই অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাই অবসর যাপনে তিনি গেলেন শান্তিনিকেতন। যাওয়ার আগে অবশ্য তাঁর রসিক মন্তব্য, “কোনও বয়ফ্রেন্ড নিয়ে যাচ্ছি না কিন্তু।”
সৌমিতৃষার নতুন শুরু
আগামী ১০ জুনই বদলে যেতে চলেছে সৌমিতৃষা কুন্ডুর জীবন। সৌরভ দাসের সঙ্গে শুরু হচ্ছে নতুন অধ্যায়? ভাবছেন তো, ব্যাপারটা কী? সৌরভের সঙ্গেই নতুন ছবি সৌমিতৃষার। ছবির নাম ১০ জুন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং।
কেন কটাক্ষ রূপাঞ্জনাকে?
হঠাৎ করেই রূপাঞ্জনা মৈত্রকে নিয়ে চারিদিকে হইচই। বিয়ে করেই নাকি পাল্টে গিয়েছেন তিনি। নেটিজেনদের একাংশের মতে স্বামী রাতুল মুখোপাধ্যায়ের কথা না ভেবেই তিনি যা করেছেন তা একেবারেই অনুচিত! রূপাঞ্জনা মানেই লম্বা চুল– এতদিন ধরে এমনভাবেই তাঁকে দেখেছেন সকলে! সেই রূপাঞ্জনাই সম্প্রতি হনিমুনে যাওয়ার আগে তাঁর ওই বড় চুল কেটে ফেলেছেন। বিয়ের এক বছরের মধ্যেই এই কাজ! আর তা নিয়ে চলছে কটাক্ষ!