Suvendu Adhikari: কবে হবে ছাব্বিশের বিধানসভা ভোট? জানালেন শুভেন্দু

Dec 08, 2025 | 7:35 PM

BJP Leader Suvendu Adhikari: এদিনই তিনজন শুভেন্দুর হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় প্রজেক্টের যে টাকা বরাদ্দ করেছেন, উনি জানেন যে সেই টাকা দিতে হবে না। কারণ, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই ভোট ঘোষণা হয়ে যাবে। এক-দুদিন এদিক ও দিক হতে পারে। যদিও, পুরোটাই কমিশনের ব্যাপার। গত ২০২১ এর ভোটের নীরিখে এই দিনের কথা বলেছেন তিনি।

জেলায় জেলায় কাজ না হলেও উন্নয়নের প্রচার চালানো হবে। এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, জেলাশাসকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ভোটের আগে বিজেপিতে যোগ দিতে আগ্রহী অনেকেই। এদিনই তিনজন শুভেন্দুর হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় প্রজেক্টের যে টাকা বরাদ্দ করেছেন, উনি জানেন যে সেই টাকা দিতে হবে না। কারণ, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই ভোট ঘোষণা হয়ে যাবে। এক-দুদিন এদিক ও দিক হতে পারে। যদিও, পুরোটাই কমিশনের ব্যাপার। গত ২০২১ এর ভোটের নীরিখে এই দিনের কথা বলেছেন তিনি।