Chingrighata Metro: কবে শেষ হবে চিংড়িহাটা মেট্রোর কাজ? কেন কাটছে না জট?

| Edited By: জয়দীপ দাস

Dec 19, 2025 | 11:42 PM

Kolkata Metro: শুক্রবার কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার জানায় ফেব্রুয়ারিতে চিংড়িহাটার ওই এলাকায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ করে কাজ করা যেতে পারে। কিন্তু কী বলছে মেট্রো? যাঁদের কাঁধে দায়িত্ব সেই রেল বিকাশ নিগম লিমিটেডের (RVNL) দাবি, তিনদিন ট্র্যাফিক নিয়ন্ত্রণ করলেই কাজ শেষ করা যাবে।

কলকাতা: কেটেও কাটছে না চিংড়িহাটার জট। আদালতের নির্দেশের পর দ্বিতীয় বৈঠকেও মিলল না চিংড়িহাটা মেট্রোর কাজের রফা সূত্র। এখন কাজ শুরু কবে হবে সেটাই যেন লাখ টাকার প্রশ্ন। ফের জল গড়াল কোর্টে। শুক্রবার কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার জানায় ফেব্রুয়ারিতে চিংড়িহাটার ওই এলাকায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ করে কাজ করা যেতে পারে। কিন্তু কী বলছে মেট্রো? যাঁদের কাঁধে দায়িত্ব সেই রেল বিকাশ নিগম লিমিটেডের (RVNL) দাবি, তিনদিন ট্র্যাফিক নিয়ন্ত্রণ করলেই কাজ শেষ করা যাবে। কিন্তু শেষ পর্যন্ত সেই কাজ কবে হয় সেটাই দেখার।